সপ্তাহের প্রথম দিকে লকডাউনের আতঙ্কের কারণে পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমে ১১শত কোটি ঘরে নেমে এসেছি। ডিএসইতে লেনদেন কমে দুই মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।
দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, দর কমেছে ১৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ১৪৮ কোটি ৪ লাখ টাকার। যা ১ মাস ২৬ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৩ মে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি টাকার। তথ্য সুত্র ঃ ডিএসই।
অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭৩ পয়েন্টে। সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১৫১টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা করোনা আতঙ্কে মানুষের বিনিয়োগের ভীতি লকডাউন এবং জুন ক্লোজিং এর কারণেই শেয়ারবাজারের প্রভাব পড়ছে।