ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর সমস্যা হবে।

গত ৫ নভেম্বরে মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ‘ভয়াবহ সমস্যা হবে’।

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়েছে। এ ছাড়া সেইসময় ২৫০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা।

জিম্মিদের মধ্যে ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে ৯৭ জন জিম্মি আছে। রনতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই জিম্মিদের মুক্তি চান ট্রাম্প।