সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এই ঘটনা ঘটে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০), রুহুল আমিন (২৮)।
ইউএনও বলেন, বিকেলে আশরাফ ও রুহুল আমিন নাগরৌহা গ্রামে ফসলের মাঠে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা হয়। একপর্যায়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।