ঢাকারবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে ১৫ জুলাই থেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ

নিউজরুম বিডি ২৪
জুলাই ৫, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে সারাদেশে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হয়ে যাবে। ওদিকে আদানি বিদ্যুৎ দেয়া শুরু করেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।’

আগামী ১৫ জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসঙ্গে তিনি বলেছেন, আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরে বড় বন্যা হলে কী প্রস্তুতি থাকা দরকার তা নিয়ে আমরা ভাবছি। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কাজ চলছে। বাংলাদেশ সাতশ’র মতো নদীর দেশ। এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা কঠিন কাজ। আমরা চেষ্টা করছি।
‘এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আছে। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হয়ে যাবে। ওদিকে আদানিও বিদ্যুৎ দেয়া শুরু করেছে।

তিনি বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে এক হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে। যেমন গ্যাস ও তেল কেনার ব্যাপারে নিজেদের অর্থই ব্যয় করা হয়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ দরকার পড়ে। সেটার পরিমাণ এক হাজার ৮৬ কোটি টাকা।’

নসরুল হামিদ আরও বলেন, ‘আমাদের বিদ্যুত খাতে সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কিছুটা সহায়তা দরকার। এবারের বাজেটে আমাদের মূল্য লক্ষ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও রয়েছে।’