রাজবাড়ির বালিয়াকান্দিতে একটি চোরাই মোটরসাইকেলসহ ১০টি চুরি মামলার আসামি রানা শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব।
শুক্রবার বেলা ১১টা নাগাদ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিউনের বাসিন্দার মামুন হোসেন তার রেজিস্ট্রেশন বিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিসে গলির সোলাইমানের হোটেলের সামনে রেখে একটি কম্পিউটারের দোকানে যান। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান।
এ ঘটনায় বেলা ২টার দিকে বালিয়াকান্দি থানায় একটা চুরির মামলা করে ভুক্তভোগী মামুন হোসেন। এর প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অতঃপর বিকেলে পাইককান্দি গ্রামে একটা কীটনাশক ওষুধের দোকানের সামনে থেকে পুলিশ মোটরসাইকেলসহ আটক করে রানা শেখকে।
এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি রানা শেখের বিরুদ্ধে শুধু বালিয়াকান্দি উপজেলায় নয় বরং ফরিদপুর, রাজবাড়ি সদর, মাগুরা জেলাসহ বিভিন্ন এলাকায় ১০টি চুরির মামলা রয়েছে।