ঢাকাবুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়া পেসার উইন মুল্ডারের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ওপেনার।

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মুমিনুল হক ৬ বলে ৪ ও শান্ত ৭ বলে ৭ রান করে আউট হন।

বাংলাদেশের তিনটি উইকেট তুলে নেন মুল্ডার। এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন কাগিসো রাবাদা। দলীয় ৪০ রানে ২০ বলে ১১ রান করে বাবাদার বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।