লেবাননে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় দিয়েছে ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, বল এখন ইসরাইলের কোর্টে।
এক পূর্ব রেকর্ড করা বক্তৃতায় কাসেম বলেছেন, হিজবুল্লাহ সংবাদমাধ্যমের কাছে যুদ্ধবিরতি প্রশ্নে তাদের অবস্থান প্রকাশ করবে না। তবে উল্লেখ করেছে আলোচনায়, তারা দুটি নীতি মেনে চলেন, প্রথমত শত্রুতার সম্পূর্ণ অবসান এবং দ্বিতীয়ত লেবাননের সার্বভৌমত্ব সংরক্ষণ।
গুঞ্জন রয়েছে, যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার চালানোর স্বাধীনতা চায় ইসরাইল। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান।
তিনি বলেন, ইসরাইলকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।
কাসেম কঠোরভাবে বলেছেন, হিজবুল্লাহর কাছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সক্ষমতা রয়েছে এবং গোষ্ঠীটি যেকোন মূল্য দিতে প্রস্তুত কারণ ।
এদিকে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র ১০০ বিদেশী রাষ্ট্রদূতকে বলেছেন, তারা হিজবুল্লাহর সঙ্গে টেকসই চুক্তি চায়। তবে চুক্তি লঙ্ঘন হলে যে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার চায়।
এছাড়া লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে বুধবার ইসরাইলে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টেইন।
একজন ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, হোচস্টেইনের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। যদিও অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন।