ঢাকাশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

যৌথ বাহিনীর অভিযানে হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
পঠিত: 19 বার
Link Copied!

সরকারের নির্দেশনা বাস্তবায়নে অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সেই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, অভিযানে চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, আটকরা গত ৬ ফেব্রুয়ারি বের করা ছাত্র-জনতার মিছিলে হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসী ও উদ্ধার করা অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

বার্তায় আরও বলা হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।