যুদ্ধবিরতির মধ্যে লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
শনিবার পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে জেনাতা শহরের কাছে শারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে।
গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এরপরেও লেবাননে একাধিক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।
এর আগে গত ৩১ জানুয়ারি বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় নিহত হয় অন্তত দুইজন। সেইসময়ও ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম সর্বশেষ এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং চরম ও সহিংস আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন।