ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯
আজকের সর্বশেষ সবখবর

যুগ যুগ ধরে উন্নয়ন বৈষম্যের শিকার একটি গ্রাম ‘বনগ্রাম’

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

মাদারীপুরের কালকিনি -ডাসার উপজেলার একটি ইউনিয়ন গোপালপুর ।অবিভক্ত কালকিনি উপজেলার একটি পৌরসভা বাদে মোট ১৭ টি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ একটি ইউনিয়ন গোপালপুর।ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ডের মধ্যে আট টি ওয়ার্ডে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন চোখে পড়ার মতো, কিন্তু ৪ নং ওয়ার্ড বনগ্রাম যুগ যুগ ধরে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে। যে গ্রামটি ঢাকা বিভাগের শেষ,বরিশাল বিভাগের শুরুতে অবস্থিত।

প্রবাস অধ্যুষিত গ্রামটিতে যোগাযোগের দুটি রাস্তাই যুগ যুগ ধরে চলাচলের অনুপযোগী।এই গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এছাড়াও, রয়েছে দুটি মাদ্রাসা। এই বনগ্রামের জনপ্রতিনিধি জনাব হালিম হাওলাদের সাথে যোগাযোগ করলে হালিম হাওলাদার ক্ষোভের সঙ্গে বলেন, আমরা এই গ্রামবাসী কি অপরাধ করেছি যে সরকার আমাদেরকে সব সময় উন্নয়ন বঞ্চিত করে রাখে।

আমরা গ্রামবাসীকে নিয়ে যুগ যুগ ধরে সকলের সহযোগিতায় রাস্তার দুটি সংস্কার করে রাখি ।

বনগ্রাম বাসীর একটি দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন রাস্তাটির প্রতি সুদৃষ্টি দেয়।