যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা এবং জর্জিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন ‘হেলেন’। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। তবে দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন খাদ্য, পানি, যোগাযোগ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের মজুদ বাড়াতে থাকবে। যতদিন সময় লাগুক আমরা আপনাদের পাশে আছি।
গত বৃহস্পতিবার হেলেন ফ্লোরিডায় আঘাত হানে। সেইসময় এটি ক্যাটাগরি-৪ এ ছিল এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ২২৫ কিলোমিটার।
বর্তমানে ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং টেনেসিতে উদ্ধার এবং ক্লিনআপ অভিযান চলছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ ক্যারোলিনায় এখন পর্যন্ত ৩৯ জন, সাউথ ক্যারোলিয়ায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১৪ জন, টেনেসিতে চারজন এবং ভার্জিনিয়ায় একজন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেছেন, রাজ্যজুড়ে শতশত রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং অনেক কমিউনিটি মানচিত্র থেকে মুছে গেছে। এটি একটি নজিরবিহীন ঝড়। এখনো নদীর পানি বাড়ছে, তাই বিপদ এখনো কাটেনি। এছাড়া গতকাল সোমবার অন্তত ২০ লাখ পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুতহীন ছিল।