ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ভিন্ন আমেজে গ্রামীণ মেলা ও কৃষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

কৃষক সমাবেশকে কেন্দ্র করে যশোরে অনুষ্ঠিত হলো ভিন্ন এক গ্রামীণ মেলা। দুপুর গড়াতেই সভাস্থলে ঢল নামে হাজারো কৃষক-জনতার। কেউ গ্রামের মেঠো পথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি বেয়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল, কাঁচি নিয়ে যোগ দেন সমাবেশে।  

সোমবার (৬ জানুয়ারি) বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা-সাইটখালি মাঠে জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক সমাবেশের আয়োজন করে।

কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতেই এই আয়োজন দলটির। এ সময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, ‘দেশে একমাত্র সরকারই হলো বিএনপি, যারা কৃষকদের নিয়ে ভাবে। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না, বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। কৃষক ও তার পরিবারের সুরক্ষার জন্য বিমা কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে তারেক রহমান।

তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

জামদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন—বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা কৃষক দলের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজমসহ অনেকে।