ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
পঠিত: 12 বার
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইরে পেঁপেক্ষেতে থেকে জবেদ আলী (৪৫)নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জবেদ আলী সিংগাইর উপজেলা ধল্লার লাঙ্গুলিয়া এলাকার মো. নুর মোহাম্মদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লাঙ্গুলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জবেদ আলী নিজ জমিতে পেঁপে সংগ্রহ করতে এদিন ভোর ৪টায় বাড়ি থেকে বের হন। বাড়িতে আসতে দেরি হলে তার স্ত্রী শিল্পী আক্তার খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন স্বামীর লাশ পেঁপেক্ষেতে পড়ে আছে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজনসহ তার সন্তানরা এগিয়ে আসেন। তাদের  ধারণা যে কেউ তাকে হত্যা করেছে। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার এসআই সুমন মিয়া জানান, জবেদ আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।