ঢাকারবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেলের ১৩ ইন্টার্ন চিকিৎসককে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ
পঠিত: 13 বার
Link Copied!

ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার ও ছাত্রাবাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) কলেজের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তথ্য জানানো হয়।

জানা গেছে, ১৩ ইন্টার্ন শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদান, স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাসে চাঁদাবাজি, হোস্টেলে মাদককারবার ও মাদক সেবনসহ ইত্যাদি অপরাধে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে ১৩ জনের সাময়িকভাবে ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছিল। সেটি পর্যালোচনা করে ডিসিপ্লিনারি কমিটি সভা করে তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।