ঢাকারবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসালেন কামিন্দু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জয়ের পর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস শেষে ভালো অবস্থানে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে গড়েছে রানের পাহাড়। কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কামিন্দু মেন্ডিস।

তাতেই ৭৫ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটার ডোনাল্ড ব্র্যাডম্যান্ডের রেকর্ডে ভাগ বসান এই লঙ্কান ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮২ রান করে নিজের টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই কামিন্দু। হাজার রান স্পর্শ করতে তার খেলতে হয়েছে ১৩ ইনিংস।

ক্রিকেটের কিংবদন্তি ব্র্যাডম্যানের মাত্র ১৩ ইনিংসে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এখন যৌথভাবে সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয় দ্রুতমত ১ হাজার রানের মাইলফলক ছোঁয়া ক্রিকেটার ব্রাডম্যান ও কামিন্দু মেন্ডিস।

তবে সাদা পোশাকের ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ১ হাজার রান স্পর্শ করার রেকর্ডও যৌথ্যভাবে দখল করে আছেন সাবেক ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার হার্বার্ট সাটক্লিফ ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এভারটন উইকস। টেস্ট ক্রিকেটে দ্রুত ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছে ১২ ইনিংস। এরআগে ২০২২ সালে গ্যালের এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কামিন্দু মেন্ডিসে। এবার গ্যালের এই মাঠেই ইতিহাস গড়লেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার।