ঢাকাসোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিকেড ভেঙে সচিবালয়ের বিভিন্ন গেইটে শিক্ষার্থীদের অবস্থান, জিরো পয়েন্ট অবরোধ

নিজেস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এটি সচিবালয়ে পুলিশি ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে রয়েছে। 

এদিকে বায়তুল মোকাররমের সামনে শতাধিক পুলিশ ব্যারিকেডসহ সজ্জিত অবস্থায় প্রস্তুত আছেন। এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেইটের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন। একইসঙ্গে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়েছে।

এর আগে রোববার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জমায়েত হয়।

zero point

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমাদের গণ পদযাত্রা বঙ্গভবন অভিমুখে। টিএসসি, শাহবাগ, মৎসভবন হয়ে আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো পর্যায়ে বাধা দিলে আমাদের প্রতিনিধিদল রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি জমা দেবে।’