ঢাকাশনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

পিঠা উৎসবে ‘জয় বাংলা’ স্লোগানে হট্টগোলের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্রে করে আরেফিন ইব্রাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের একটি দল আরেফিন ইব্রাহিমকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া ফকিরেরহাট বাজার থেকে গ্রেপ্তার করে। তার বাড়ি একই ইউনিয়নের জিরুয়া গ্রামে।

শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার কানকিরহাট ডিগ্রী কলেজে পিঠা উৎসবে একদল যুবক হঠাৎ জয় বাংলা স্লোগান দেয়। এ সময় মাঠে আগত দর্শনার্থীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ নিয়ে পরে পিঠা উৎসবে ব্যাপক উত্তেজনা দেখা যায়। গ্রেপ্তার আরেফিনের মোবাইলে কিছু এ ঘটনা সংক্রান্ত কিছু আলামত পাওয়া গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, আরেফিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পিঠা উৎসবে হট্টগোল তৈরি চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইলে কিছু আলামত পাওয়া গেছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কি-না তদন্ত করা হবে।