ঢাকাসোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

পাপনসহ ১১ পরিচালকের পদ বাতিল করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 11 বার
Link Copied!

গঠনতন্ত্র অনুযায়ী বিনা নোটিশে পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩০ অক্টোবর) নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।

এ ছাড়া আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এ দিনের বোর্ড সভায়।

এদিকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় আরও একটি পদ শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বোর্ড সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে নাজমুল আবেদীনকে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে কমিটি।

এ ছাড়াও দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া, সাকিব আল হাসানের জাতীয় দলে ভবিষ্যৎ ও আফগানিস্তান সিরিজে খেলা এবং সহকারী কোচ নিয়োগের ব্যাপারেও সভায় আলোচনা হয়। তবে এসব ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।