ঢাকাবৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

পাওয়ার গ্রিড কোম্পানিতে বড় নিয়োগ, পদ ১৬৩

নিজেস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
পঠিত: 100 বার
Link Copied!

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১১ থেকে ১৫তম গ্রেডে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিজিপিএ/জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ২.৮২ ও ৪–এর স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।
    বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড–১১)। চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা–সুবিধা দেওয়া হবে।
  • ২. পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী
    পদসংখ্যা: ৪
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিজিপিএ/জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮২ ও ৪-এর স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।
    বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)। চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা-সুবিধা দেওয়া হবে।

  • ৩. পদের নাম: কারিগরি সহায়ক (ওঅ্যান্ডএম)
    পদসংখ্যা: ১৫০
    যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা-নামার সক্ষমতা থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
    বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)। চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা-সুবিধা দেওয়া হবে।