ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে রিকশাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৭ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশার চালক।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।