ঢাকাশনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৪
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছুক। সোমবার (২ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের পর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। 

হোয়াই হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন যদি বিষয়টি এমন হয় তবে তিনি রাজি। তবে তিনি চান উভয় নেতা এবং উভয় পক্ষই একসঙ্গে আলোচনার টেবিলে আসুক।’

এরদোগান বলেছেন, তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় তিন নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করতে চান, কারণ তিনি ইস্তাম্বুলকে শান্তি কূটনীতির কেন্দ্রে পরিণত করতে চান।

এর আগে, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইউক্রেন-রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শিগগিরই কিয়েভ ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে।

এর আগে, গত ১৬ মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো শান্তি কিংবা অস্ত্রবিরতির ইঙ্গিত না দিলেও যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময় সম্পন্ন হয়। ওই সময় উভয় পক্ষই ১,০০০ বন্দিকে মুক্তি দেয়। তবে উভয়ের অবস্থান তখনো ছিল একে অপরের বিপরীত মেরুতে।