মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির (৩১) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে ২১সদস্য বিশিষ্ট সংশোধিত কমেটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর )২০২৪ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় মীর সেকান্দর আলী সুপার মার্কেটে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে (২১সদস্য) বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সংশোধিত কমিটি ঘোষণা করেন রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা,বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,সাবেক কমিটি সংশোধিত করা হয়েছে এবং এই সংশোধিত কমিটির মেয়াদ থাকবে তিন মাস। পরবর্তী তিন মাস পরে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এবং নতুন কমিটি করা হবে।
এ কমিটিতে সভাপতি হয়েছে জাতীয় ,দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান ,সাধারন সম্পাদক হয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহাগ সহ-সভাপতি সাহিদ খন্দকার-দৈনিক আজকের সংবাদ, এমদাদুল হক কাজল দৈনিক বাংলাদেশের আলো, সোহেল তালুকদার রাজধানী টেলিভিশন,
এমদাদ শেখ জাতীয় দৈনিক ঢাকা,এসএম আজাদ দৈনিক বাংলাদেশের আলো,,ইসমাইল খান রাজধানী টেলিভিশন,লুৎফর রহমান দৈনিক মত প্রকাশ,,শ্রাবণ খান সজিব দৈনিক মুক্ত খবর,সৈয়দ গোলাম মারুফ দৈনিক বঙ্গ জননী ,ইকবাল ফারাজ দৈনিক বাংলাদেশ সমাচার, উজ্জ্বল মাতুব্বর দৈনিক বাংলার নবকন্ঠ, হিমেল মাহামুদ জাতীয় দৈনিক ঢাকা,,হামিদ খান রনি দৈনিক আলোর বার্তা, গোলাম আলী আকন দৈনিক শীর্ষ অপরাধ,কুতুবউদ্দিন খান দি ডেইলি ইভিনিং নিউজ,সৈয়দা লুবনা শম্পা দৈনিক নবজীবন,রিয়েল হাওলাদার প্রতিদিনের ক্রাইম,আব্দুর রহমান প্রতিদিনের ক্রাইম, আশা খানম সময়কাল।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন,সোহেল তালুকদার।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ।