ঢাকাশনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 18 বার
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেইট এলাকায় চট্টগ্রাম নগরী থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আরও দুই যাত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।