ঢাকাবুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৩৯
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে। হামাস পরিচালিত কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২০ অক্টোবর) এই তথ্য জানিয়েছে। 

গাজার কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা আছে। সেইসঙ্গে এতে আহত হয়েছে কয়েক ডজন।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হতাহতের সংখ্যা পরীক্ষা করছে। সেইসঙ্গে হামাসের দেওয়া তথ্যকে অতিরঞ্জিত হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল।

ইন্দোনেশিয়ান হাসপাতালে তুমুল গোলাগুলি চলছে- এমন ঘটনার পরেই বেইত লাহিয়া শহরে সর্বশেষ হামলা বলা হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহতের কারণে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হামাস পরিচালিত সরকারের মিডিয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বোমাবর্ষণ চালানো হয়েছে। এতে অন্তত ৭৩ জন নিহত হয়েছে।

তবে  স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা বলছে, হামলার কারণে পুরো আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তারা হামাস সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালিয়েছে এবং বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সম্ভাব্য সবকিছু করছে।