ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেতে নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

রাজধানীর খিলক্ষেত খাপাড়া এলাকায় নকশা বহির্ভূত একাধিক ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। এসময় অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকালে দিকে অভিযান শেষ হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে খিলক্ষেত খাপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/২ এলাকায় উচ্ছেদ অভিযান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খিলক্ষেত খাপাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময়ে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ মুচলেকা নেওয়া হয়। এছাড়াও বাউন্ডারী ওয়াল রাস্তা দখল করে নির্মাণ করায় তা ভেঙে আংশিক অপসারণ করা হয়েছে। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি।

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-২/২ এর অথরাইজড মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার এ. কে. এম জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।