কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ গেট চার ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীর নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এর প্রভাবে রাঙ্গুনিয়া উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্রোত ও পানি বৃদ্ধির কারণে ইতিমধ্যে চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে যানবাহন ও যাত্রী পারাপারে চরম ভোগান্তিতে পড়েছে। চন্দ্রঘোনা-রাজস্থলী-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তীব্র স্রোতে উপজেলার সরফভাটা এলাকায় নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও কৃষিজমি, ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে। তীরে স্থাপিত সিসি ব্লক অনেক স্থানে স্থানচ্যুতি ঘটছে।
চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর ফেরিতে কর্মরত সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী দিমানসু চাকমা বলেন, নদীতে অতিরিক্ত পানির কারণে ফেরির পাটাতন ডুবে গেছে। পন্টুনে ওঠার পথ পানিতে নিমজ্জিত হওয়ায় ফেরি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। খরস্রোতা নদীর খেয়াঘাটগুলোতেও পারাপার বিঘ্নিত হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটি এম আব্দুজ্জাহের বলেন, প্রবল বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হ্রদে অস্বাভাবিক হারে পানি বেড়েছে। নিরাপদ উচ্চতা নিয়ন্ত্রণ রাখতে সোমবার সন্ধ্যা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৪ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এ দিয়ে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে।