ঢাকাশনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

এসিল্যান্ডের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার হুকুমদাতা অভিযোগ তুলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নুরের প্রত্যাহার ও শাস্তির দাবিতে উপজেলা চত্মর ঘেরাও কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

রোববার সন্ধ্যা ৬ টা থেকে রাত পৌনে ১০ টা পর্যন্ত সাভার উপজেলা ঘেরাও কর্মসূচী পালন করেন তারা। এসময় তারা আল্টিমেটাম দেয় এসিল্যান্ড এসএম রাসেল ইসলাম নূরকে প্রত্যাহার এবং শাস্তি দেয়া না হলে সাভারের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করা হবে। এছাড়াও দাবি মানা না হলে উপজেলার প্রতিটি দপ্তরে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, এসএম রাসেল ইসলাম নূর আওয়ামী লীগের সময় থেকে দায়িত্ব পালন করছেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তিনি সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি, তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে উপস্থিত থেকে হত্যাযজ্ঞের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই তাকে প্রত্যাহার ও গ্রেফতার করতে হবে।

বিক্ষোভের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এসময় কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে চাইলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা তার সাথে বসতে অস্বীকৃতি জানায়। সর্বশেষে রাত পৌনে ১০ টার দিকে সাভার উপজেলা পরিষদ ভবনের গেটে এবং এসিল্যান্ড অফিসের গেটে তালা লাগিয়ে দেয়।