ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭
আজকের সর্বশেষ সবখবর

এবার কী রক্ষা পাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

চলমান রাজনৈতিক সঙ্কটে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে এই পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইওল। গতকাল শুক্রবার দেশটির বিরোধীদলীয় নেতা মিউং এক ঘোষণায় জানান, পার্লামেন্টে আবাবও অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

এর আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি) প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছিল। বিরোধী দলগুলো দেশটির স্থানীয় সময় আজ শনিবার বিকাল ৪টায় অভিশংসন ভোট আয়োজনের পরিকল্পনা করেছে।

এর আগে, গত শনিবার ইউন বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) আইনপ্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান।

এবারের অভিশংসন উদ্যোগ থেকে ইউন রক্ষা নাও পেতে পারেন।

দেশটিতে অভিশংসন প্রস্তাব পাস করতে ২০০ ভোট প্রয়োজন। বিরোধী দলের হাতে ১৯২টি আসন রয়েছে। অর্থাৎ, প্রস্তাব পাস করার জন্য তাদের শাসক দল থেকে আটজনের ভোট প্রয়োজন।