ঢাকাসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরে তিন জন গুরুতর আহত হয়েছেন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক।

স্থানীয়রা জানায়, সকালে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বালসাবাড়ি বাসষ্টান্ডে পৌছালে প্রথমে একটি ইজিবাইকে ধাক্কা দেয় পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল বলেন পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌছালো একটি ইজিবাইককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা। আর ইজিবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।