ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬
আজকের সর্বশেষ সবখবর

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নেই

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
পঠিত: 13 বার
Link Copied!

ইরানে ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইরানে হামলা নিয়ে অবগত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে তারা জড়িত নেই।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে।

তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে।

ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছেন।

তবে এসব হামলা নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া হামলায় ইরানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।