ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ইরানে অভিযান সম্পন্ন, ইসরায়েলে নিরাপদে ফিরলো যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
পঠিত: 11 বার
Link Copied!

ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

ইসরায়েলের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলি হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার তথ্য নিশ্চিত করে ইরান বলছে, ইসরায়েলি বাহিনী আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে।

তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি ইরানের। ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।