ঢাকারবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 13 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (৩০ সেপ্টেম্বর) কথা বলেছেন। দুই মন্ত্রী সেই সময় ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন। 

হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন।

এইসময় দুই নেতাই সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।

সম্প্রতি লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত শুক্রবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা- তা নিয়েও আলোচনা চলছে। তবে এরইমধ্যে দেশটিকে কড়া বার্তা দিলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।