ঢাকাসোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

ইথিওপিয়ায় ভূমিধসে মৃত অন্তত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৫, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন। রবিবার ও সোমবার দুটি পৃথক ভূমিধসে এই ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

স্থানীয় বাসিন্দারা অনেকটা খালি হাতে মাটি সরিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। জীবিত ব্যক্তিদের খোঁজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।

দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে জরুরি ত্রাণসহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে মানবিক সংস্থাগুলো।

গত সোমবার কেনচো এলাকায় ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েক শ কিলোমিটার দূরের এলাকাটি অনেকটাই যোগাযোগবিচ্ছিন্ন। গোফা অঞ্চলের যোগাযোগবিষয়ক দপ্তরের অধীনে পড়েছে কেনচো এলাকা।

গোফা এলাকার জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থার প্রধান মার্কোস মেলিসে বলেছেন, ‘আমি জানি না এটি কখন বন্ধ হবে। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করছি। এখনও খননকাজ চলছে।’

নিহতদের মধ্যে শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানান মার্কোস মেলিসে। স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে মানুষদের বেলচা ও খালি হাতে মাটি খনন করে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে। এখন পর্যন্ত ১৪৮ পুরুষ ও ৮১ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।