ঢাকাবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬
আজকের সর্বশেষ সবখবর

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

জেলার পানছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। 

অবরোধের কারণে ঢাকা, চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছেনা আন্ত:জেলা ও অভ্যন্তরীণ সড়কে কোন গাড়ি। তবে শহর, শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যায়।

এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশ পাহাড়ায় খাগড়াছড়িতে প্রবেশ করে।

এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ এর ৩ কর্মী নিহত হয়েছে। হত্যার প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল -সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করে।