ঢাকাসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫
আজকের সর্বশেষ সবখবর

‘আমি ঠিক আছি’, সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থকদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন।

শুক্রবার (১২ জুলাই) নির্বাচন প্রচারে ফিরে এসে তিনি যে ভালো আছেন এ কথাই তিনি সমর্থকদের বলেছেন।

মিশিগান রাজ্যের অন্যতম নির্বাচনী লড়াইক্ষেত্র নর্থভিলে এক নৈশভোজে সমর্থকদের বাইডেন বলেছেন, আমাদের কাজ শেষ করতে হবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি ঠিক আছি।

বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য তার নিজ দল ডেমোক্রেট থেকেই নানাভাবে চাপ তৈরি হচ্ছে। তবে বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর দৃঢ় অবস্থানে আছেন।