ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের আড়ালে নাশকতা নিয়ে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৫, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নাশকতাকারীরা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারি ও বেসরকারি স্থাপনাতে অগ্নিসংযোগও করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের সময়ে সংঘটিত নাশকতার বিষয়টি আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করি না।’

মিলার আরও বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অধিকার প্রয়োগ করছে তাদের সহিংসতার নিন্দা জানাই। আমরা যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানাই। যারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়েছে তাদেরও নিন্দা জানাই। আমরা সবক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই।’

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ম্যাথিউ মিলার। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।