ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৮
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশের অভিযোগে হিলিতে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৫, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান (৩৫) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মো. শাহাদত হোসেন জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এব্যাপারে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।